January 21, 2025
আঞ্চলিক

ফকিরহাটে গ্রাম আদালতের মাধ্যমে শাহিনা পেল তার ক্ষতিপূরণ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ৫নং বাহিরদিয়া মানসা ইউনিয়নের ছোট বাহিরদিয়া গ্রামের ইউছুব শেখ এর স্ত্রী দুই সন্তানের জননী শাহিনা বেগম অত্যন্ত দরিদ্র্র এক মহিলা। তিনি ২০১২সাল থেকে ২০১৭সাল পর্যন্ত ৫বছরের জন্য খুব কষ্ট করে একটি সমিতিতে কিছু টাকা সঞ্চয় করেন। কিন্তু সমিতি ভেঙ্গে গেলে প্রত্যেক গ্রাহকের টাকা দিয়ে দিলেও শাহিনা বেগমের টাকা সমিতির সদস্যগন ফেরত দেয়না।

পরবর্তীতে শাহিনা বেগম ফকিরহাট উপজেলায় সমবায় অফিসারের নিকট মো: নওশের আলী শেখ ও মো: জাকির হোসেন এর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। সেখান থেকে টাকা আদায় না হওয়ায় শাহিনা বেগম নিরুপায় হয়ে ৫নং বাহিরদিয়া মানসা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতে মামলা দায়ের করেন। এতে বিচার নিষ্পত্তির শেষে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবাদীগন টাকা না দেওয়ায় উপজেলা সার্টিফিকেট অফিসার বরাবর  টাকা আদায়ের জন্য পাঠানো হয়। সেখান থেকে শাহিনা বেগম ফিরে পান তার পাওনা ৩২,০০০/-(বত্রিশ হাজার) টাকা। শাহিনা বেগমের মত আরও অনেক লোকই গ্রাম আদালতের মাধ্যমে ফিরে পেতে পারেন তার ক্ষতিপূরন।

উপজেলার  বাহিরদিয়া মানসা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত সহকারি ফারজানা খাতুন জানান, ২০১৭ সালের জুলাই মাস হতে ২০১৯ সালের ডিসেম্বর মাস পর্যন্ত  অত্র ইউনিয়ন পরিষদে সরাসরি গ্রাম আদালতে মামলা গ্রহন করা হয়েছে-১৫১টি এবং উচ্চ আদালত হতে প্রেরন-২টি সর্বমোট-১৫৩টি। এরমধ্যে নিষ্পত্তি হয়েছে ১৫৩টি, জমিসহ ক্ষতিপূরন আদায় হয়েছে ৯,০৬,৬৯৯/- (নয় লক্ষ ছয় হাজার ছয়শত নিরানব্বই) টাকা, এবং গ্রাম আদালতের মামলার ফিস বাবদ ইউনিয়ন পরিষদে আয় হয়েছে ২,৪১০/- টাকা।

অত্র ইউনিয়নের চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির ও গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী মোছা: মাজেদা খাতুনসহ ইউপির সকল সদস্যগন গ্রাম আদালত পরিচালনায় সার্বিক সহযোগীতা করে আসছে। গ্রাম আদালতের উপকারভোগীগন জানান, এত অল্প সময়ে এবং স্বল্প খরচে তাদের ক্ষতিপূরন ফেরত পেয়ে তারা খুবই সন্তুষ্ট। আপমর জনগন এই বিচার পেলে তাদের বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে অনেক সুফল পাবে।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *