ফকিরহাটে গুড়গুড়িয়া প্রতিপক্ষের হামলায় অসহায় এক নারী আহত
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘরে গুড়গুড়িয়া এলাকায় প্রতিপক্ষের হামলায় অসহায় বিধবা নারী প্রভাতী সরকার (৩০) গুরুত্বর আহত হয়েছে। আহতের পুত্র শাওন ও স্থানীয়রা জানান, পূর্বশত্রæতার জের ধরে ২০ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে দশটার দিকে কালাই বিশ্বাস ও তার সহযোগিতা ৩/৪জন মিলিত হয়ে প্রভাতীকে মারপিট করে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। বিষয়টি মডেল থানা পুলিশকে অবহিত করা হয়েছে। জানা গেছে, আহতের স্বামী মৃত সুনিত সরকার ২০০৭ সালে মারা যান। এরপর থেকে উক্ত কালাই বিশ্বাস প্রভাতীকে উত্ত্যোক্ত করে আসছিল। এরই জের ধরে এদিন রাতে এই হামলার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন মাধ্যম থেকে জানা গেছে।