January 21, 2025
আঞ্চলিক

ফকিরহাটে কৃষি গ্রুপ গঠনের মাধ্যমে কৃষি যন্ত্রপাতি বিতরণ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর (জিকেবিএসপি) কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ও ফকিরহাট উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষক গ্রæপ গঠনের মাধ্যমে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আনুষ্ঠানিক কৃষকদের মাঝে কৃষি ডন্ত্রপাতি বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভার:) রহিমা সুলতানা বুশরা, অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার অভিজিৎ শীল। উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন অফিসার নয়ন সেনের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল, কৃষক রতন দাশ প্রমূখ। এদিন কৃষক গ্রæপের মাঝে এলএলপি, হ্যান্ড রিপার, ফুট পাম্প ও হ্যান্ড স্প্রে বিতরণ করা হয়। এসময় বিভিন্ন উপ-সহকারি কৃষি কর্মকর্তা ও বিভিন্ন কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *