ফকিরহাটে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি অফিসের উদ্যোগে মূলঘরে সোমবার বিকেল ৪টায় ২০১৮-২০১৯ অর্থ বছরের কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ (৩য় পর্যায়ে) প্রকল্প এর আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
রাজপাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত¡রে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাছরুল মিল্লাত। স্থানীয় ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় কুমার দত্ত, উপ-সহকারি উদ্ভীদ ও সংরক্ষণ অফিসার নয়ন সেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা বিপুল মজুমদার ও ভাগ্য মন্ডল, ইউপি সদস্য মোঃ মুজিবুর রহমান প্রমূখ। এসময় কৃষক স্থানীয় বিভিন্ন কৃষক-কৃষানী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিন সুর্যমূখি চাষের উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।