ফকিরহাটে কৃষক প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা কৃষি অফিসের আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল বেলা ১১টায় কৃষক প্রশিক্ষণ সেন্টারে একদিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে প্রশিক্ষণ প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কাজী আব্দুল মান্নান।
এতে অন্যান্যদের মধ্যে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কার্যালয়ের উপ-পরিচালক মোহন কুমার ঘোষ, জেলা প্রশিক্ষণ অফিসার দিপক কুমার রায়, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় দত্ত। প্রশিক্ষনে সহযোগি হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা উদ্ভিদ সংরক্ষন অফিসার নয়ন কুমার সেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার পাল ও শাহনিরা মোস্তারী প্রমূখ। অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে সার সহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়।