ফকিরহাটে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও বই বিতরণ
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা অডিটরিয়ামে সোমবার দুপুর ১২টায় ফকিরহাট শেখ ফাউন্ডেশন ২০১৮ সালের পিইসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি এবং ২০১৯সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও মনোনিত প্রতিষ্ঠানে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মোট ৫৩০ কৃতি শিক্ষার্থীকে মোট ১৩লাখ টাকা বৃত্তি প্রদান এবং উপজেলার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। এতে বিশেষ অতিথি ছিলেন খুলনা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষার উপ-পরিচালক নিভা রানী পাঠক, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার।
এসময় ফকিরহাট সহকারি কমিশনার (ভ‚মি) রহিমা সুলতানা বুশরা, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম, ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির, কাজি মোঃ মহসিন, অধ্যক্ষ বটু গোপাল দাশ, অধ্যক্ষ সেখ মোশারফ হোসেন সহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, সংবাদকর্মী ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।