January 16, 2025
আঞ্চলিক

  ফকিরহাটে কলকলিয়া স্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

 

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট কলকলিয়া জি.সি মাধ্যমিক বিদ্যালয়ে ৭৪তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সংবর্ধনা, নবনির্মিত ভবন উদ্বোধণ ও সিসি ক্যামেরা স্থাপনের উদ্বোধণ শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বপন কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা ও ইউপি চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রজিৎ কুমার মজুমদার। সভাপতিত্ব করেন এসএমসি’র সভাপতি অনাদি বিশ্বাস।

শিক্ষক অলোক কুমার পালের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন প্রধান শিক্ষক আশিষ কুমার রায়, সিসি ক্যামেরা অর্থদাতা লন্ডল প্রবাসী প্রবীর বিশ্বাসের পিতা প্রফুল্ল বিশ্বাস প্রমূখ। এসময় শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মল্লিক আঃ সাত্তার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মোঃ আবু বকর, সাধারন সম্পাদক সুনির্মল পাড়ই, আওয়ামী লীগ নেতা নির্মল কুমার দাশ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার আমিনুর রশিদ মুক্তি, ইউপি সদস্য কালিপদ বিশ্বাস, মহাদেব বিশ্বাস, সাধনা মন্ডল, আল্লাদী বিশ্বাস সহ বিভিন্ন শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *