ফকিরহাটে কলকলিয়া দুইটি উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর উপকারভোগী নির্বাচনে ৭ ও ৮নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা কলকলিয়া জি.সি মাধ্যমিক বিদ্যালয় চত্ত¡রে সোমবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড: হিটলার গোলদার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা।
ইউপি সদস্য মহাদেব বিশ্বাস মদনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার অভিজিৎ শীল। ইউপি সদস্য নীহার রঞ্জন বাগচীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা শেখ মোঃ আবু বকর প্রমূখ। অনুষ্ঠানে উপদেষ্টার বক্তব্য রাখেন মহিলা ইউপি সদস্য আল্লাদী বিশ্বাস। এসময় ইউপি সচিব ফাতেমা তুজ জোহরা, ইউপি সদস্য অনাদী বিশ্বাস, সাধনা মন্ডল সহ বিভিন্ন উপকারভোগী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।