ফকিরহাটে করোনা বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে গতকাল সোমবার দুপুর ১২টায় বিশ্বরোড মোড় এলাকা ও ফলতিতা বাজার সহ বিভিন্ন হাট-বাজারে করোনা বিষয়ে সচেতনতামূলক মাইকিং করে প্রচার প্রচারনা করেছেন বাগেরহাট জেলা পুলিশ। এসময় বাগেরহাট জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জনসাধারনের মধ্যে করোনা সচেতনামূলক লিফলেট বিতরণ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাহানাজ পারভীন, মডেল থানা অফিসার ইনচার্জ আবু সাইদ মোঃ খায়রল আনাম, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু সহ বিভিন্ন কর্মকর্তা।