ফকিরহাটে ওয়ার্কার্স পার্টির প্রার্থী মুক্তিযোদ্ধা মোড়ল নুর মহম্মদ
ফকিরহাট প্রতিনিধি
আসন্ন উপজেলা নির্বাচন ২০১৯ বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি (রাশেদ খান মেনন) ও বাংলাদেশ বিরোধীদল মনোনিত বীর মুক্তিযোদ্ধা মোড়ল নুর মহম্মদকে ফকিরহাট উপজেলা নির্বাচন করার জন্য মনোনিত করা হয়েছে। এই মোড়ল নুরমহম্মদ ওয়ার্কার্স পাটির বাগেরহাট জেলার সম্পাদক মন্ডলির সদস্য ও জাতীয় কৃষক সমিতি বাগেরহাট জেলার সভাপতি। তিনি নির্বাচনে নির্বাচিত হলে কৃষকদের জন্য ন্যায্য মূল্যে সার,কিটনাশক,ও সেচ ব্যবস্থা করতে চান। নিরববিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা করতে চান। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য ও মধ্য স্বপ্তভোগীদের কবল থেকে উদ্ধার নিশ্চিত করতে চান। কৃষক যেন সরাসরি তাদের উৎপাদিত শস্য সরকারের নিকট বিক্রি করতে পারে তার ব্যবস্থা করতে চান। হয়রানি ছাড়া কৃষি ঋণ প্রাপ্তি।
আধুনিক কৃষি প্রযুক্তি হস্তান্তর ও কৃষকদের প্রশিক্ষন। ফকিরহাট থানার জলাবদ্ধতা নিরাসন ও স্থানীয় সরকারের মাধ্যমে খাল খনন ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা। সুপেয় পানির সু-ব্যবস্থা করা, বিজ্ঞান ও ডিজিটাল ভিত্তিক ১০০ভাগ শিক্ষা নিশ্চিত করা, বয়স্ক শিক্ষা কার্যক্রম তৈরী করা। সর্বপরি ফকিরহাট উপজেলাকে আর্থসামাজিক ক্রিড়া ও সাংস্কৃতিক, দূর্নিতি ও স্বজন প্রিতি মুক্ত জনগনের উপজেলা তৈরী করা।