January 21, 2025
আঞ্চলিক

ফকিরহাটে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন অতিবাহিত

ফকিরহাট প্রতিনিধি

দেশের অন্যান্য স্থানের ন্যায় ফকিরহাট উপজেলায় শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ন ভাবে পরীক্ষার প্রথমদিন অতিবাহিত হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ও ভেন্যু পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, সহকারি কমিশনার (ভ‚মি) রহিমা সুলতানা বুশরা, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস প্রমূখ।

জানা গেছে, মূলঘর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবার মোট পরীক্ষার্থী ৮২২জন শিক্ষার্থী। এরমধ্যে ৪জন শিক্ষার্থী অনুপোস্থিত ছিল। মূলঘরে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমেষ কুমার মিত্র। সহকারি কেন্দ্র সচিব তিমির কান্তি দেবনাথ, হল সুপারের দায়িত্বে ছিলেন কাজি আজহার আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মল্লিক আঃ সাত্তার।

এদিকে ভেন্যু শিরিন হক পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারি কেন্দ্র সচিব বিমল কুমার ঘোষ জানান, অত্র বিদ্যালয়ে মোট ৫টি বিদ্যালয় পরীক্ষায় অংশগ্রহন করেছে। এখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৪০জন। এই বিদ্যালয়ে হল সুপারের দায়িত্ব পালন করেন গাবখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান ফকির। এছাড়া কেন্দ্র ও ভেন্যুর ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বে রয়েছেন রিসোর্স সেন্টারের ইন্সটেক্টর রনজিৎ কুমার মিস্ত্রি, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান প্রমুখ।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *