ফকিরহাটে উত্তম চর্চার ক্ষেত্র সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার উত্তম চর্চার ক্ষেত্র সমূহের (চেঞ্জরুম, বর্জ ব্যবস্থাপনা, বঙ্গবন্ধু কর্ণার, সততা ষ্টোর, ডিজিটাল হাজিরা ও পাবলিক লাইব্রেরী) অগ্রগতি পর্যালোচনা সভা গতকাল রবিবার বিকেল ৫টায় পিলজংগ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এর পূর্বে পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ের চেঞ্জরুমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।
উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীনে সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবপ্রসাদ পাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ, ফকিরহাট সহকারি কমিশনার (ভ‚মি) রহিমা সুলতানা বুশরা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান খান শামিম জামান পলাশ।
এসময় প্রধান শিক্ষক শেখ নুর মোহম্মদ, পরিচালনা পরিষদের সভাপতি অঞ্জন কুমার দে, সমাজ সেবক আনন্দ কুমার দাশ, ইউপি সদস্য সাধন কুমার দে, সংকর কুমার দত্ত, শাহানাজ পারভীন পাখি, হোসনে আরা বেগম সহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এদিন জেলা প্রশাসক বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্ণার, সততা ষ্টোর, ডিজিটাল হাজিরা সহ পিলজংগের বর্জ ব্যবস্থাপনা, পাবলিক লাইব্রেরী ও ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিদর্শন করেন।