ফকিরহাটে আহত ডাক্তার মনি পালের সুস্থতা কামনা
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত ফারিয়ার উপদেষ্টা ডাঃ অরবিন্দু পাল মনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার সুস্থ্যতা কামনা করে বৃহস্পতিবার সকাল ১০টায় ফকিরহাট ফারিয়া কার্যালয়ে দোয়া ও প্রার্থনা করে বিবৃতি প্রদান করেন।
শেখ মুজিবুর রহমান নান্টুর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফারিয়ার সভাপতি তুহিনুল ইসলাম, সাধারন সম্পাদক গৌরঙ্গ কুমার সাহা, আঃ হাকিম, মোঃ সিদ্দিুর রহমান সহ ফারিয়ার নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত মঙ্গলবার ডাঃ মনি পাল ফকিরহাট থেকে খুলনা যাওয়ার পথে সাধের বটতলা নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন।