ফকিরহাটে আট্টাকা স্কুলের শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার দুপুর ১২টায় বিদ্যালয় চত্ত¡রে স্বর্গীয় কালিপদ দাশ স্মৃতি শিক্ষা বৃত্তি-২০১৯ প্রদান করা হয়। এদিন ২২জন শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বৃত্তি প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানের উদ্বোধন করেন পুস্প রানী দাশ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিম কুমার মজুমদার। এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্যানেল-০১ চেয়ারম্যান শেখ আঃ রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির, ইউপি চেয়ারম্যান কাজি মোঃ মহসিন, সোসাইটি অব ইউএসএ ইন্ক্ সভাপতি মুরারী মোহন দাশ, এসএমসি’র সভাপতি মোঃ সাইফুল ইসলাম। এসময় প্রাক্তন প্রধান শিক্ষক ঢালী আঃ মালেক, সহকারি অধ্যাপক মুরারী মোহন পাল, নির্মল কুমার দাশ সহ বিভিন্ন শিক্ষক, অভিভাবক, এসএমসির সদস্য, জনপ্রতিনিধি ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।