ফকিরহাটে অনলাইনে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ প্রদান বিষয়ক প্রশিক্ষণ
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে গতকাল শনিবার বেলা ১১টায় ফকিরহাট ভেড়ার খামার প্রশিক্ষণ ভবনে অনলাইনে ভ‚মি অধিগ্রহনের ক্ষতিপূরণ প্রদান বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ শাহীনুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ভ‚মি অধিগ্রহন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার মোঃ আলীমুজ্জামান মিলন, ফকিরহাট সহকারি কমিশনার (ভ‚মি) রহিমা সুলতানা বুশরা, ভ‚মি অধিগ্রহন শাখার অফিস সহকারি হাওলাদার মোঃ জাকির হোসেন, বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ, বেতাগা ইউনিয়ন উন্নয়ন সহযোগি ও সমাজ সেবক আনন্দ কুমার দাশ, সাংবাদিক মান্না দে, স্থানীয় কার্ত্তিক দাশ, আজিজুল ইসলাম, ভবানী রানী দাশ প্রমূখ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এদিন মহিষ প্রজনন খামারের জন্য যাদের নিকট থেকে ভ‚মি অধিগ্রহন করা হচ্ছে তাদের অনলাইনে ভ‚মি অধিগ্রহনের ক্ষতিপূরণ প্রদান বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। মোট ৫২জনের নিকট থেকে ভ‚মি অধিগ্রহন করা হচ্ছে বলে জানা গেছে।