ফকিরহাটের লখপুর ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন রবিবার সন্ধ্যায় কাহারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত¡রে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে শিল্পপতি এসএম আবুল হোসেনকে সভাপতি ও এমডি সেলিম রেজাকে সাধারন সম্পাদক পদে পুনরায় নির্বাচিত করা হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডঃ ফরিদ উদ্দিন আহম্মেদ।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এসএম আবুল হোসেনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন জলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এ্যাডঃ মিলন ব্যানাজী। প্রধান বক্তা ছিলেন উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এমডি সেলিম রেজার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আঃ রাজ্জাক, সুবীর কুমার মিত্র, যুগ্ন-সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, ফকির কাওসার আলী, সাংগঠনিক সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, দুর্যোগ বিষয়ক সম্পাদক তপন দেবনাথ ভজন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার আমিনুর রশিদ মুক্তি, ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদ ইকবাল, সাধারন সম্পাদক মোঃ সেলিম শেখ ও ছাত্রলীগের সভাপতি জয়ান্ত কুমার দাশ প্রমুখ। এসময় শুভদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।