ফকিরহাটের মোধাবী শিক্ষার্থী অনন্যা সাহার শিক্ষা সফরে মালয়েশিয়া গমন
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ও মন্ত্রণালয়ের সহযোগিতায় বাগেরহাটের ফকিরহাটের মেধাবী শিক্ষার্থী অনন্যা সাহা সরকারি ভাবে শিক্ষা সফরে মালয়েশিয়ার কুয়ালালামপুরে গমন করেছে। সে রবিবার সকালে ৬ দিনের শিক্ষা সফরের উদ্দ্যেশ্যে ঢাকা ত্যাগ করেছে। ৪০ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এর অংশ হিসেবে বিজ্ঞান মেলায় প্রতি গ্রæপের চ্যাম্পিয়ন দল এই শিক্ষা সফরে গেছে বলে জানা গেছে।
উল্লেখ্য, বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর মেধাবী ছাত্রী অনন্যা সাহা ৪০ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০১৯ এ বিজ্ঞান প্রজেক্ট উপস্থাপনায় দেশ সেরা নির্বাচিত হয়েছিল। এর পূর্বে অনন্য জেলা পর্যায়ে অংশ গ্রহন করে ১ম স্থান অধিকার করে। ফকিরহাট শেখ হাসিনা কারিগরি মহাবিদ্যালয়ের প্রভাষক শ্যামল কুমার সাহার কন্যা মেধাবী ছাত্রী অনন্যা সাহা এর আগে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতায় অংশগ্রহন করে প্রথম স্থান অধিকার করে সাফল্য অর্জন করে।