ফকিরহাটের মেধাবী ছাত্রী অনন্যা দেশসেরা নির্বাচিত
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর মেধাবী ছাত্রী অনন্যা সাহা ৪০ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০১৯ এ বিজ্ঞান প্রজেক্ট উপস্থাপনায় দেশ সেরা নির্বাচিত হয়েছে। গত ২৫-২৭, জুন-২০১৯ ঢাকা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত তিন দিন ব্যাপি ঢাকা জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহন করে সে দেশসেরা নির্বাচিত হয়। অনন্যাকে পুরস্কার তুলে দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। পাশে উপবিষ্ট আছেন মাননীয় সংসদ সদস্য ও বর্তমান সংসদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় এবং সাবেক স্বাস্থ্য মন্ত্রী আ.ফ.ম রুহুল হক। এসময় বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তা ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর পূর্বে সে বিভাগীয় পর্যায়ে ৩য় স্থান, জেলা পর্যায়ে অংশ গ্রহন করে ১ম স্থান অধিকার করে। ফকিরহাট শেখ হাসিনা কারিগরি মহাবিদ্যালয়ের প্রভাষক শ্যামল কুমার সাহার কন্যা মেধাবী ছাত্রী অনন্যা সাহা এর আগে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করে। তার এই সাফল্যের জন্য উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, সাবেক মাধ্যমিক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, আট্টাকা স্কুলের এসএমসির সভাপতি মোঃ সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক অসিম কুমার মজুমদার ও শিক্ষকমন্ডলি, এসএমসির সদস্যবৃন্দসহ বিভিন্ন কর্মকর্তা কৃতি এই শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন।