December 28, 2024
আঞ্চলিক

ফকিরহাটের মূলঘরে বয়স্কভাতা প্রদান

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
ফকিরহাটের মলঘর ইউনিয়ন পরিষদ চত্তরে গতকাল বুধবার বেলা ১১টায় নবলোক পরিষদ এর প্রবীন জনগোষ্ঠী জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে বিশেষ সহায়তা সরূপ বয়স্কভাতা প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন। নবলোক এর উপ-নির্বাহী পরিচালক (অর্থ ও ঋণ) মোঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মুলঘর ইউনিয়ন চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার ও নবলোক পরিষদ পরিচালক মোঃ ফকরুল ইসলাম।
সমৃদ্ধি কমৃসূচির  সমন্বয়কারি শেখ আব্দুল হান্নানের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসা শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, প্রবীন প্রকল্পের প্রোগ্রাম অফিসার মোঃ আবুল কালাম আজাদ, সমাজ উন্নয়ন কর্মকর্তা গৌতম রায়, উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা ফারুক আহম্মেদ, সমৃদ্ধির স্বাস্থ্য কর্মকর্তা মমতাজ খাতুন প্রমূখ। এসময় কর্মসূচির আওতায় ৭৫জনকে বয়স্কভাতা প্রদান করা হয়েছে। এসময় ইউপি সচিব ফাতেমা তুজ জোহরা, ইউপি সদস্য কালিপদ বিশ্বাস, মোঃ মুজিবুর রহমান, অনাদি বিশ্বাস, মহাদেব বিশ্বাস মদন, আল্লাদি বিশ্বাস, রিনা খাতুনসহ বিভিন্ন ইউপি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *