December 27, 2024
আঞ্চলিক

ফকিরহাটের অনন্যা ভাষা ও সাহিত্য বিষয়ের জেলার শ্রেষ্ঠ

 

 

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাট আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী অনন্যা সাহা সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০১৯ এর “ভাষা ও সাহিত্য” বিষয়ের উপর জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে। তার এই অর্জনের স্কুল কর্তৃপক্ষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অনন্যা ফকিরহাট শেখ হাসিনা কারিগরি কলেজের প্রভাষক শ্যামল সাহার কন্যা। সে আগামী ২৪ মার্চ-২০১৯ তারিখে বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহন করবে বলে জানা গেছে। সে সকলের আশীর্বাদ প্রার্থী। উল্লেখ্য, মঙ্গলবার বাগেরহাট সরকারি মাধ্যমিক বালক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় “ভাষা ও সাহিত্য” বিষয়ের উপর জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করে। এসময় জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস সহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *