প্রয়াত ধর্মপ্রতিমন্ত্রীর করোনা পজিটিভ ছিল
প্রয়াত ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর করোনা ভাইরাস টেস্টে পজিটিভ এসেছে। শনিবার (১৩ জুন) দিনগত রাতে মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়েছিল ৷ পরে দিন রোববার (১৪ জুন) সকালে পরীক্ষার পজিটিভ রিপোর্ট পাওয়া যায়।
ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রীর গণসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, স্যারের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে শুনেছি ৷
ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রীকে তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ দাফন করা হবে বলেও আনোয়ার হোসেন জানান। সকাল ১১টার দিকে তার মরদেহ নিয়ে ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেওয়া কথা রয়েছে।
ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ প্রথম মন্ত্রিসভার সদস্য যিনি প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন।
এর আগে শনিবার সকালে মৃত্যুবরণ করেন করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম ৷ তবে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও চিকিৎসার পর তার করোনা নেগেটিভ হয়। তবে করোনা ভাইরাস আক্রান্ত অবস্থায় তার ব্রেন স্ট্রোক হয়। এর কারণে কয়েকদিন ডিপ কোমায় থাকার পরে তিনি মৃত্যুবরণ করেন।