November 27, 2024
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্ট

প্রোটিন বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নগরীতে সাইকেল র‌্যালী

খবর বিজ্ঞপ্তি
সর্বস্তরের মানুষের মধ্যে প্রোটিন বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বুধবার সকালে খুলনা মহানগরীতে এক বর্ণাঢ্য সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীর শিববাড়ী মোড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য এ র‌্যালীর উদ্বোধন করেন। ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের (ইউএসএসইসি) সহযোগিতায় বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাষ্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) এ র‌্যালীর আয়োজন করে। র‌্যালীটি শিববাড়ী মোড় থেকে শুরু হয়ে রয়েল মোড় ঘুরে পুনরায় শিববাড়ী মোড়ে এসে শেষ হয়।
উল্লেখ্য, অপুষ্টির কারণে শিশুরা একদিকে যেমন অস্বাভাবিক বৃদ্ধি পায় অন্যদিকে শারীরিক ওজনও হ্রাস, খর্বাকৃতি হওয়া, খিটখিটে মেজাজ, বিষন্নতা ইত্যাদি সমস্যায় ভুগতে দেখা যায়। শিশুদের এ সকল সমস্যা থেকে মুক্ত থাকার জন্য সঠিক পরিমাণে পুষ্টিকর খাবার খাওয়ানো প্রয়োজন। কিন্তু সাধারণ মানুষের মাঝে পুষ্টি ও প্রোটিন বিষয়ে সচেতনতার ঘাটতি রয়েছে, আছে বিভিন্ন ধরনের বিভ্রান্তি ও ভুল ধারণা। জনসাধারণের মাঝ থেকে এ সকল বিভ্রান্তি ও ভুল ধারণা দূরীভূত করতে জনসচেতনতামূলক এ র‌্যালীর আয়োজন করা হয়। নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ সাইকেল র‌্যালীতে অংশগ্রহণ করে।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *