প্রেস ক্লাবের ব্যাডমিন্টন প্রতিযোগিতার স্পন্সর হিসেবে পূর্বাঞ্চল সম্পাদকের চেক প্রদান
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেস ক্লাবের আসন্ন ‘‘আইনুল হক স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০১৯’’ এর স্পন্সর হিসেবে ক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি চেক প্রদান করেছেন। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম হাবিব ও সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী’র কাছে ব্যাডমিন্টন প্রতিযোগিতার স্পন্সরের চেক হস্তান্তর করেন।
খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত চেক হাস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি অমিয় কান্তি পাল, সহ-সভাপতি মোঃ রাশিদুল ইসলাম ও মোঃ তরিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, কোষাধ্যক্ষ রফিউল ইসলাম টুটুল, সহকারী সম্পাদক শেখ মাহমুদ হাসান সোহেল, এম এ জলিল ও মাহবুবুর রহমান মুন্না, নির্বাহী সদস্য মোঃ ফরিদ আহমেদ, মোঃ আনিসুজ্জামান, এস এম সাহিদ হোসেন, হাসান আহমেদ মোল্লা, সোহরাব হোসেন, এস এম ফরিদ রানা, সোহেল মাহমুদ, মোস্তফা জামাল পপলু, কৌশিক দে উপস্থিত ছিলেন।