প্রেসিডেন্ট হলে ডব্লিউএইচও নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত বাতিল করবেন বাইডেন
যুক্তরাষ্ট্রে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জিতলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়া নিয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত ‘প্রথম দিনই’ বাতিল করবেন বলে জানিয়েছেন ডেমোক্র্যাটিক দলের সম্ভাবনাময় প্রার্থী জো বাইডেন।
করোনাভাইরাস সংকটে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ‘চীনের পুতুলে’ পরিণত হয়েছে অভিযোগে মে মাসেই এ সংস্থার সঙ্গে সম্পর্ক শেষের ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
এবার নোটিশ পাঠিয়ে সেই বিচ্ছেদের আনুষ্ঠানিকতাও শুরু করেছেন তিনি। এ প্রক্রিয়া সম্পন্ন হতে একবছর সময় লাগতে পারে বলে জানিয়েছে বিবিসি।
ট্রাম্পের এমন সিদ্ধান্তের সঙ্গে একমত নন জো বাইডেন। মঙ্গলবার সন্ধ্যায় এক টুইটে তিনি বলেছেন, “বিশ্ব স্বাস্থ্য সুরক্ষা জোরদারে যুক্তরাষ্ট্র নিয়োজিত থাকলে আমেরিকার নাগরিকরা নিরাপদ থাকবে।”
“প্রেসিডেন্ট হিসাবে আমার প্রথম দিনেই আমি আবার ডব্লিউএইচও’তে যোগ দেব এবং বিশ্বমঞ্চে আমাদের নেতৃত্ব পুনঃপ্রতিষ্ঠিত করব।”
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী জরিপগুলোতে দেখা যাচ্ছে, প্রতিপক্ষ জো বাইডেনের চেয়ে ১০ পয়েন্টেরও বেশি ব্যবধানে পিছিয়ে পড়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
বিশ্লেষকরা জরিপের এই ব্যাখ্যা-বিশ্লেষণ নিয়ে সতর্ক করলেও এবারের জরিপগুলোতে বাইডেনের সঙ্গে ট্রাম্পের ব্যবধানটা সেই ২০১৬ সালের একই সময়ে হিলারি ক্লিনটনের সঙ্গে ট্রাম্পের ব্যবধানের চেয়েও অনেক বেশিই দেখা যাচ্ছে।
অনেক ভোটারই ট্রাম্প প্রশাসনের করোনাভাইরাস মহামারী এবং অর্থনৈতিক দুর্দশা সামাল দেওয়ার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।