December 26, 2024
জাতীয়

প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যাত হওয়ায় থাপ্পর মেরে শ্রীঘরে যেতে হল যুবককে

অনলাইন ডেস্ক

ভালোবাসা দিবসে মনের কথা জানাতে চাঁদপুরে এক কলেজ পড়ুয়া ছাত্র প্রেমের প্রস্তাব দেয় এক অষ্টম শ্রেণীর ছাত্রীকে।কিন্তু প্রস্তাবে প্রত্যাখ্যাত হওয়ায় মেয়ের গালে চড় বসিয়ে দিল ছাত্রটি এবং এরপর যেতে হল তার কারাগারে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায়।

দণ্ডপ্রাপ্ত ছাত্রের নাম মোয়াজ্জেম হোসেন এবং সে উপজেলার চৌধুরী ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।উপজেলার থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে অষ্টম শ্রেণীতে অধ্যায়নরত স্কুল ছাত্রীকে প্রেমের কথা জানায় ওই কলেজ ছাত্র। এ কথা শোনার পর মেয়েটি প্রতিবাদ করে তাকে জুতাপেটার কথা বলেন একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ছাত্রটি মেয়েটির গালে চড় বসিয়ে দেয়। পরে মেয়েটি তার অভিভাবককে জানালে তারা আইনের আশ্রয় নেয়।

হাজিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই কলেজ ছাত্রকে ১৫ দিনের কারাদণ্ড দেন এবং এরপর তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *