December 24, 2024
আঞ্চলিক

প্রেমিকার অন্তরঙ্গ ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অপরাধে আটক ১

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছার চাঁদখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শাহাজাদা আলম তুরাগ (২৪) কে আটক করা হয়েছে। থানা পুলিশ পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইনে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

মামলা সূত্রে জানাগেছে, উপজেলার মৌখালী গ্রামের আমিন উদ্দীন মোল¬ার ছেলে ছাত্রলীগ নেতা শাহাজাদা আলম তুরাগ জনৈক ব্যক্তির মেয়ের সাথে প্রেমজ সম্পর্ক গড়ে তোলে। প্রেমের সম্পর্কের সূত্র ধরে তার সাথে অন্তরঙ্গ ছবি তোলে। এ সময় বিয়ের জন্য চাপ দিলে তুরাগ বিয়ে করতে অস্বীকার করে। পরবর্তীতে ৭/৮ মাস আগে পিতা তার মেয়েকে অনত্র বিয়ে দেয়। এদিকে বিয়ের ৭/৮ মাস পর তুরাগ পূর্বের তোলা অন্তরঙ্গ ছবি কুঞ্জুকুহিলাকা ফেসবুক আইডি থেকে ইন্টারনেটে ছড়িয়ে দেয়। এ ঘটনায় মেয়ের পিতা বাদী হয়ে তুরাগকে আসামী করে থানায় পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করে। যার নং-১৯, তাং- ১২/০২/২০১৯ইং। ওসি মোঃ এমদাদুল হক শেখ জানান, তুরাগকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *