প্রি-পেইড মিটারে দুর্নীতির প্রতিবাদে সোনাডাঙ্গা থানা সিপিবি’র মানববন্ধন
খবর বিজ্ঞপ্তি
বিদ্যুতের প্রি-পেইড মিটারে অনিয়ম-দুর্নীতি-লুটপাটের প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সোনাডাঙ্গা থানা কমিটির উদ্যোগে বয়রা বাজার মোড়ে গতকাল শনিবার বেলা ১০:৩০টায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সোনাডাঙ্গা থানা সভাপতি নিতাই পালের সভাপতিত্বে এবং মহানগর সদস্য মোস্তাফিজুর রহমান রাসেলের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, মহানগর সভাপতি এইচ এম শাহাদৎ, সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সোনাডাঙ্গা থানা সাধারণ সম্পাদক রুস্তম আলী হাওলাদার, সিপিবি নেতা মাহফুজুর রহমান মুকুল।
সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সাংবাদিক এইচ এম আলাউদ্দিন ও বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির যুগ্ম মহাসচিব যুবনেতা আফজাল হোসেন রাজু। আরও বক্তব্য রাখেন সিপিবি নেতা শরীফুল ইসলাম সেলিম, এড. গৌরাঙ্গ সরকার, তুষার বর্মন, নারীনেত্রী শাহিনা আক্তার, সুশীলা মহলদার, দিপু গাইন, শ্রমিকনেতা মোঃ আরমান শেখ, খোকন শিকদার, হালিম হাওলাদার, কালু গাজী, মোসাঃ ময়না বেগম, মোসাঃ ঝর্না বেগম, ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি উত্তম দাস, নগর সভাপতি রবিউল ইসলাম রবি, ছাত্রনেতা কৃষ্ণেন্দু বাছাড়, সৈয়দ শোয়েব সাকী, সুদীপ্ত দাস, সুমাইয়া বার্না, লিটন ইসলাম, গৌতম মণ্ডল, নাহিদ হাসান, জ্যোতির্ময় সরকার, সাগর আহমেদ, কমল মণ্ডল, দীপ্ত আহমেদ প্রমুখ।