প্রি-পেইড মিটারের দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম কমিটির নতুন কর্মসূচি ঘোষণা
দ: প্রতিবেদক
ওজোপাডিকোর প্রি পেইড মিটারে বিদ্যমান দুর্নীতি-অনিয়মের প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ওজোপাডিকোর প্রি পেইড মিটারে বিদ্যমান দুর্নীতি প্রতিরোধে সংগ্রাম কমিটি, খুলনা। গতকাল সোমবার সকালে খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
১২ দফা দাবিতে ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের মাধ্যমে এবং বুধবার (১৭ জুলাই) বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ, ১৮ জুলাই দুদক চেয়ারম্যান বরাবর বিভাগীয় পরিচালকের মাধ্যমে স্মারকলিপি পেশ, ১৯ থেকে ৩১ জুলাই পর্যন্ত সংগ্রাম কমিটির থানা ও ওয়ার্ড কমিটি গঠন, আগষ্ট মাসজুড়ে ২১ জেলায় মতবিনিময় এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কনভেনশন। গতকাল সোমবার খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সংগ্রাম কমিটির আহবায়ক ডা: শেখ বাহারুল আলম।
লিখিত বক্তব্যে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশের বিদ্যুৎ খাতের অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন, প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে যখন ডিজিটাল বাংলাদেশের শ্লোগান নিয়ে দেশ ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই খুলনাসহ পদ্মার এপারের একুশ জেলা নিয়ে গঠিত ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালকসহ ২/১ জন কর্মকর্তা এ অঞ্চলের বিদ্যুৎ গ্রাহকদের নিষ্পেষনের জালে নিমজ্জিত করে নিজেদের আখের ঘোচাতে ব্যস্ত রয়েছেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগ্রাম কমিটির যুগ্ম আহবায়ক শরীফ শফিকুল হামিদ চন্দন ও মোড়ল নূর মোহাম্মদ শেখ, সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন, যুগ্ম সদস্য সচিব শাহ মামুনুর রহমান তুহিন, ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলী সদস্য মফিদুল ইসলাম, ন্যাপ নেতা তপন রায়, সাংবাদিক এইচ এম আলাউদ্দিন, সিপিবি নেতা এস এম চন্দন, বাসদ নেতা কোহিনুর আক্তার কতা, নাগরিক নেতা সেলিম বুলবুল, ছায়াবৃক্ষের মাহাবুবুর রহমান বাদশা, কবি রুহুল আমিন সিদ্দিকি, এ্যাডঃ মেহেদী ইনসান, শেখ মোঃ হালিম, সাংবাদিক রাশিদুল ইসলাম বাবলু, অসীম কুমার পাল, জি এম রাসেল, মোঃ শহীদুল হাসান , স্বেচ্ছাসেবক লীগের রাসেল প্রমূখ।