November 30, 2024
আঞ্চলিক

প্রি-পেইড গ্রাহকদের সংকট নিরসন না হওয়া পর্যন্ত আলোচনা ও কর্মসূচি এক সাথে চলবে

 

সংগ্রাম কমিটির জরুরী সভায় বক্তারা

 

খবর বিজ্ঞপ্তি

গ্রাহকদের সংকট নিরসন না হওয়া পর্যন্ত আলোচনা ও কর্মসূচি এক সাথে চলবে। ওজোপটিডেকো এমডি একটি দৈনিক পত্রিকায় যে বক্তব্য দিয়েছে তা সত্য নয়। প্রি পেইড মিটার বিষয়ে সৃষ্ট সমস্যা এবং দুর্নীতি-অনিয়মের বিষয়গুলো একদিনেই সমাধানযোগ্য নয় উল্লেখ করে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ২৬জুন ত্রিপক্ষীয় বৈঠকে বলেছিলেন, আলোচনার পথ খোলা রাখতে হবে। ওজোপাডিকো কর্তৃপক্ষের সাথে সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ বসে গ্রাহকদের সংকট নিরসন করতে পারে তার জন্য একাধিক বৈঠক করতে হবে। বিষয়টি নিরসন হয়েছে এমনটি নয়। গ্রাহকদের সংকট নিরসনে ওজোপাডিকোর সাথে আলোচনা করতে দ্বিমত নেই। তবে যতক্ষন পর্যন্ত প্রিপেইড মিটারের সংকট ও ওজোপাডিকোর দুর্নীতি থাকবে ততক্ষন পর্যন্ত গড়ে ওঠা প্রিপেইড মিটারের বিদ্যমান দুর্নীতি প্রতিরোধে সংগ্রাম কমিটির আন্দোলন কর্মসূচি চলবে। এভাবে বললেন প্রিপেইড মিটারের বিদ্যমান দুর্নীতি প্রতিরোধে সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ।

গতকাল শুক্রবার বিকালে বিএমএ ভবনে প্রিপেইড মিটারের বিদ্যমান দুর্নীতি প্রতিরোধে সংগ্রাম কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রি পেইড মিটারে বিদ্যমান দুর্নীতি প্রতিরোধে সংগ্রাম কমিটির আহবায়ক ডা: শেখ বাহারুল আলম। সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব শাহ মামুনুর রহমান তুহিন, ওয়ার্কার্স পার্টির মফিদুল ইসলাম, ন্যাপ নেতা তপন কুমার রায়, সাংবাদিক এইচ এম আলাউদ্দিন, পোল্ট্রি ফিস ফিড শিল্প মালিক সমিতির মহাসচিব এস এম সোহরাব হোসেন, নাগরিক নেতা সেলিম বুলবুল, সেফের আসাদুজ্জামান, এ্যাড: মেহেদী ইনছাফ, শেখ মোঃ হালিম , অসীম কুমার পাল, সাংবাদিক এ এম রাশীদুল আহসান বাবলু, মো: শহীদুল ইসলাম প্রমুখ।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *