December 22, 2024
জাতীয়

প্রিয়া সাহার ব্যাপারে হুট করে সিদ্ধান্ত নয় : পররাষ্ট্রমন্ত্রী

দক্ষিণাঞ্চল ডেস্ক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘প্রিয়া সাহার ব্যাপারে হুট করে সরকার কোনও সিদ্ধান্ত নেবে না। এক্ষেত্রে তার অবস্থা বিবেচনা করা হবে।’ গতকাল শনিবার দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

প্রিয়া সাহার বক্তব্যের পেছনে কোনো রাজনৈতিক দলের ইন্ধন আছে কি না সে প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এ ব্যাপার তার জানা নেই। এ ব্যাপারে প্রিয়া সাহাই ভালো বলতে পারেন। প্রিয়া সাহার বক্তব্য ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও দু:খজনক বলেও মন্তব্য করেন তিনি।’ নির্মিতব্য এ হাইটেক পার্কের নাম ফলক উন্মোচনকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *