প্রিয়া সাহার অভিযোগ ভয়ঙ্কর মিথ্যাচার ও দেশদ্রোহের সামিল
খবর বিজ্ঞপ্তি
গতকাল রবিবার সকাল ১০টায় সম্মিলিত সামাজিক আন্দোলন, খুলনা জেলা ও মহানগর কমিটির যৌথ উদ্যোগে এক জরুরী সভা আহŸান করা হয়। সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত সামাজিক আন্দোলন খুলনা মহানগর কমিটির আহŸায়ক সাংবাদিক সুধীর কুমার রায় এবং পরিচালনা করেন সদস্য সচিব কামাল হোসেন জোয়ার্দ্দার।
সভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির বরাত দিয়ে উল্লেখ করা হয় যে, বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী নির্যাতিত বলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশী নাগরিক প্রিয়া সাহা যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন ও ভয়ংকর মিথ্যাচার ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করা হয়। প্রিয়া সাহার এই ভয়ংকর মিথ্যাচারের কঠোর প্রতিবাদ এবং তার বক্তব্যের তীব্র নিন্দা জানানো হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑডাঃ এন আলম সিদ্দিকী, অধ্যাপক আলী আকবর, তপন কুমার রায়, মোমিনুল ইসলাম মাণিক, আব্দুর রহমান মোল্লা, এড. প্রসেণজিৎ দত্ত, কমঃ মোজাম্মেল হক, পাপ্পু, রেখা বিশ্বাস, বকুল মÐল, রোমিও বাড়ৈ, জোসেফ বাড়ৈ, শেফালি বাড়ৈ, আশিষসহ প্রমুখ নেতৃবৃন্দ।