January 3, 2025
জাতীয়

প্রার্থিতা ফিরে পেলেন শাফিন আহমেদ

দক্ষিণাঞ্চল ডেস্ক
আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ফিরে পেলেন জাতীয় পার্টির প্রার্থী ব্যান্ডতারকা শাফিন আহমেদ। বাছাইয়ে সময় রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম শাফিন আহমেদের মনোনয়নপত্র বাতিল করেছিলেন। পরবর্তীতে আপিল কর্তৃপক্ষ হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনার কেএম আলী আজমের কাছে আপিল করলে তার মনোনয়পত্রের বৈধতা দেন তিনি।
আবুল কাসেম বলেন, বিভাগীয় কমিশনারের অফিস থেকে এখনো লিখিত কিছু পাইনি। তবে আমরা জানতে পেরেছি শাফিন আহমেদের আপিলটি মঞ্জুর হয়েছে। এ বিষয়ে জানতে বিভাগীয় কমিশনার ও তার দফতরের কর্মকর্তাদের ফোনে পাওয়া যায়নি।
এ নিয়ে ডিএনসিসির মেয়রপদে উপ-নির্বাচনে মোট প্রার্থী দাঁড়ালো ছয় জন। অন্য প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির ববি হাজ্জাজ, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির শাহিন খান, ন্যাশনাল পিপলস পার্টির আনিসুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম। আগামী ২৮ ফেব্র“য়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *