প্রাথমিক সদস্যপদে নতুন ভোটার চায় আ’লীগ
দক্ষিণাঞ্চল ডেস্ক
দেশের তরুণ ভোটারদের আওয়ামী লীগের প্রাথমিক সদস্য করতে কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ। আগামী ২১ জুলাই থেকে সারা দেশে নতুন ভোটারদের দলের প্রাথমিক সদস্য হিসেবে অন্তর্ভুক্তির যে কার্যক্রম শুরু করছে, তাতে তরুণদের অগ্রাধিকার দিচ্ছে আওয়ামী লীগ।
দলটির নেতারা বলছেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শভিত্তিক আগামী প্রজন্ম গঠন এবং সমৃদ্ধ-বাংলাদেশ বিনির্মাণের হাতিয়ার হিসেবে তরুণ সমাজকে উন্নয়নমুখী কল্যাণকর রাজনীতিতে সম্পৃক্ত করতে চায় আওয়ামী লীগ। তরুণ প্রজন্মের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি ও তরুণ দেশকর্মী গড়ে তুলতে সাংগঠনিক এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ জানান, সারা দেশে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। তারাই ধারাবাহিকতায় সংগঠনের প্রতিটি শাখায় নতুন ভোটারদের আওয়ামী লীগের প্রাথমিক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে।