প্রাথমিকে শিক্ষক নিয়োগ: রাজস্বখাতভুক্ত হচ্ছেন না সবাই
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট দূর করতে ৩৭ হাজার ৫৭৪ জনকে নিয়োগ দিচ্ছে সরকার। তবে নির্বাচিত প্রার্থীদের সবাই রাজস্বখাতভুক্ত হচ্ছেন না।
সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদফতরের (ডিপিই) মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্য হতে মেধাক্রম অনুসারে সংযুক্ত শূন্য পদের তালিকা অনুযায়ী প্রথমে রাজস্বখাতভুক্ত প্রার্থীদের নিয়োগপত্র প্রদান করতে হবে। রাজস্বখাতভুক্ত শূন্য পদে নিয়োগের পর অবশিষ্ঠ নির্বাচিত প্রার্থীদের জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিইডিপি-৪ এর আওতায় প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য সৃষ্ট পদে নিয়োগপত্র প্রদান করতে হবে। অর্থাৎ ২টি আলাদা নিয়োগ পত্র ইস্যু করতে হবে।
যোগদান ও পদায়ন সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, নিয়োগ আদেশপ্রাপ্ত প্রার্থীদের ২২ জানুয়ারি ২০২০ তারিখে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করতে হবে।
গত ১৪ ডিসেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ -২০২০ এর লিখিত ও মৌখিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে সর্বমোট ৩৭ হাজার ৫৭৪ জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে নির্বাচন করা হয়।