প্রাইভেটকার-মোটরসাইকেলের চাপ বেড়েছে পাটুরিয়া ঘাট
দক্ষিণ পশ্চিম অঞ্চলের যাত্রীবাহী পরিবহনের চাপ না থাকলেও ব্যক্তিগত গাড়ি প্রাইভেটকার ও মোটরসাইকেলের চাপ বেড়েছে পাটুরিয়া ঘাট এলাকায়। নৌপথ পারের অপেক্ষায় পাঁচ নম্বর পন্টুন থেকে আরসিয়ালের মোড় পর্যন্ত ছোট গাড়ির দীর্ঘ সারি রয়েছে।
এছাড়া দুর্ভোগ কমাতে অনেকে আবার মোটরসাইকেলে করে ঘাট এলাকায় এসে ফেরিতে নৌপথ পার হচ্ছেন। কাঙ্ক্ষিত ফেরির অপেক্ষায় থেকে দুর্ভোগে পড়েছেন ব্যক্তিগত গাড়ির চালক ও যাত্রীরা। ফেরি পারের জন্য একেকটি গাড়িকে অপেক্ষা করতে হচ্ছে দুই থেকে আড়াই ঘণ্টা।
নদীতে তীব্র স্রোত আর ফেরি সংকটের কারণে উভয় ঘাট এলাকায় ফেরি পারের যানবাহনগুলোকে অপেক্ষা করতে হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সারি দীর্ঘ হচ্ছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে ছোট গাড়ির চাপ বেড়েছে এমন চিত্র দেখা যায় পাটুরিয়া ঘাট এলাকায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডি জি এম জিল্লুর রহমান বলেন, ভোর থেকে পাটুরিয়া ঘাট এলাকায় ব্যক্তিগত গাড়ি প্রাইভেটকার ও মোটরসাইকেলের চাপ বেড়েছে। যাত্রীবাহী পরিবহনের চাপ এখনো বাড়েনি। তবে দুপুরের পর থেকে পরিবহনের চাপ বাড়বে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।