April 12, 2025
আন্তর্জাতিকলেটেস্ট

প্রশিক্ষণ নিতে যুক্তরাজ্যে পৌঁছেছে ইউক্রেনে প্রথম সেনাদল

প্রশিক্ষণ নিতে যুক্তরাজ্যে পৌঁছেছে ইউক্রেনে প্রথম সেনাদল। এই ইউক্রেনীয় সেনারা ‍যুক্তরাজ্যে আধুনিক সমরাস্ত্রের প্রশিক্ষণ নেবেন। খবর আল জাজিরা।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ব্রিটিশ সেনারা নতুন কর্মসূচিতে ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ প্রদান শুরু করেছে।

খবরে আরও বলা হয়েছে, ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস প্রশিক্ষণ প্রদান সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন। সেখানে প্রায় ১০ হাজার ইউক্রেনীয় সেনা অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে।
ফেব্রুয়ারি মাসে রাশিয়া ‘বিশেষ অভিযান’ শিরোনামে হামলা শুরু করে। এরপর যুক্তরাজ্য কয়েক দফায় ইউক্রেনে সামরিক সহায়তা ঘোষণা করেছে। এই সামরিক সহায়তা প্যাকেজের মধ্যে রয়েছে অত্যাধুনিক বিমান প্রতিরক্ষাব্যবস্থা, ক্রুবিহীন আকাশযান, নতুন যুদ্ধ সরঞ্জাম প্রভৃতি। এসব অস্ত্র চালাতে প্রশিক্ষণ প্রয়োজন। আর সেজন্য যুক্তরাজ্যে গেছে ইউক্রেনের সেনাবাহিনীর প্রথম একটি দল।

এদিকে রবিবার ইউক্রেনের দোনেতস্ক অঞ্চলে রকেট হামলা চালিয়েছে রাশিয়া। পাঁচ তলা ভবনে এই হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। উদ্ধারকারীরা জানিয়েছেন, ধ্বংসাবশেষের নিচে অন্তত ২০ জন চাপা পড়েছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *