প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে মানব সেবায় কাজ করতে হবে
সনদপত্র বিতরণ অনুষ্ঠানে শেখ হারুন
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা রেড ক্রিসেন্ট’র চেয়ারম্যান, সাবেক বিরোধী দলীয় হুইপ শেখ হারুনুর রশীদ বলেছেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে মানুষের সেবায় আত্মনিয়োগ করতে হবে। তবেই আয়োজকদের প্রশিক্ষণের সফলতা আসবে। অন্যথায় প্রশিক্ষণ নিয়ে কোন লাভ হবেনা। তিনি রেডক্রিসেন্ট খুলনা জেলা ইউনিটের আয়োজনে প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদ পত্র বিতরণকালে যুব রেড ক্রিসেন্ট এর সদস্যদের উদ্দেশ্যে এ সকল কথা বলেন।
তিনি বলেন, রেড ক্রিসেন্ট’র যুব সংগঠনের স্বেচ্ছাসেবকরা প্রাকৃতিক-দূর্যোগে মানুষের কল্যাণে যে ভূমিকা রাখে তা আজ বিশ্বাবাসীর কাছে প্রশংসনীয়। সুতরাং এই অঞ্চলের যুব সংগঠনের সদস্যদের এমন ভাবে মানব সেবায় আত্মনিয়োগ করতে হবে, যেন সারাদেশে মডেল হয়ে পরিচিতি লাভ করে।
তিনি গতকাল জেলা পরিষদ হলরুমে স্বাস্থ্যসেবা বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসকল কথা বলেন। জেলা রেড ক্রিসেন্ট’র সাধারন সম্পাদক এসআর বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা জেলা শাথার সভাপতি, জেলা রেড ক্রিসেন্ট’র আজীবন সদস্য এসএম ফরিদ রানা, রেড ক্রিসেন্ট’র জেলা ইউনিট লেভেল অফিসার মঈনুল ইসলাম পলাশ, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সোহাগ, আওয়ামী লীগ নেতা রবীন্দ্রনাথ সরকার, খুলনা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংকের পরিচালক শেখ খোরশেদ আলম, জাতীয় যুব রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য, যশোর জেলার যুব প্রধান চয়ন প্রণব দাস, খুলনা সিটি যুব রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক যুব প্রধান মোঃ তৌফিকুল ইসলাম, জেলা যুব রেড ক্রিসেন্ট’র যুব প্রধান মাহমুদুল ইসলাম সনেট, উপ-যুব প্রধান-১ আল-আমিন শেখ, এসএম রাহাত জামিল, আল-আমিন ইসলাম তারেক, মেহেদী হাসান, খুলনা জেলা লিবারেল এসোসিয়েশনের আহবায়ক ফাতেমাতুজ জোবাইয়া প্রমূখ।