প্রশাসন ক্যাডারের ৬ কর্মকর্তা করোনায় আক্রান্ত
প্রশাসন ক্যাডারের অন্তত ছয় কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের বেশিরভাগ মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়েই মূলত কোভিড-১৯ রোগে ভুগছেন।
জনপ্রশাসনের একজন কর্মকর্তা রোববার (১৯ এপ্রিল) রাতে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের তিন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। এছাড়াও কিশোরগঞ্জের ভৈরব উপজেলার একজন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্রান্ত হয়েছেন।
আর দেশের বাইরে সৌদি আরবে এক লেবার কাউন্সিলর করোনায় ভুগছেন।
এর আগে দুদকের কর্মকর্তা জালাল সাইফুর রহমান করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।