January 21, 2025
জাতীয়

প্রধান বিচারপতির সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে প্রধান বিচারপতির বাসভবনে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘প্রধান বিচারপতি আইজিপিকে আন্তরিক অভিনন্দন জানান এবং তার সার্বিক সাফল্য ও কল্যাণ কামনা করেন। আইজিপি তার দায়িত্ব পালনকালে প্রধান বিচারপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।’

এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *