প্রধান তথ্য কর্মকর্তা হলেন জয়নাল আবেদীন
দক্ষিণাঞ্চল ডেস্ক
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীনকে প্রধান তথ্য কর্মকর্তা পদে নিয়োগ পেয়েছেন। ১৯৮৪ সালের বিসিএস ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা জয়নালকে প্রধান তথ্য কর্মকর্তা নিয়োগ দিয়ে সোমবার আদেশ জারি করে তথ্য মন্ত্রণালয়।
রাষ্ট্রপতির প্রেস সচিবের দায়িত্ব পাওয়ার আগে জয়নাল তথ্য অধিদপ্তরের অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা, জাতীয় সংসদের পরিচালকের (গণসংযোগ) দায়িত্বে ছিলেন।
প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহারকে গত ২২ জানুয়ারি রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় সচিব নিয়োগ দিয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়। এরপর পদটি খালি থাকার মধ্যে গত ১৪ মার্চ গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. জাকির হোসেনকে প্রধান তথ্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল।