প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন খুবি’র ৬ শিক্ষার্থী
দ: প্রতিবেদক
খুলনা বিশ্ববিদ্যালয়ের ছয়জন শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮। স্বর্ণপদক প্রাপ্তরা হলেন- বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের গণিত ডিসিপ্লিনের তন্ময় বৈরাগী, রোল নম্বর- ১৪১২০৫, প্রাপ্ত সিজিপিএ- ৩.৯৩। জীব বিজ্ঞান স্কুলের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ফারহান তানভীর, রোল নম্বর-১৪০৮২৭, প্রাপ্ত সিজিপিএ- ৩.৯৭। ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের শাহানাজ আক্তার, রোল নম্বর- ১৪০৩১৩, প্রাপ্ত সিজিপিএ-৩.৮৬। সমাজ বিজ্ঞান স্কুলের অর্থনীতি ডিসিপ্লিনের রোজিনা আক্তার, রোল নম্বর- ১৩১৫১৫, সিজিপিএ-৩.৮২। কলা ও মানবিক স্কুলের ইংরেজি ডিসিপ্লিনের জান্নাত আরা রহমান, রোল নম্বর-১৪১৪৫০, সিজিপিএ-৩.৫৮। চারুকলা স্কুলের প্রিন্টমেকিং ডিসিপ্লিনে আসমা চৌধুরী, রোল নম্বর ১৫০১১৪, সিজিপিএ-৩.৮৫।