January 19, 2025
আঞ্চলিকজাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী বেগম রিজিয়া নাসের আর নেই

দ. প্রতিবেদক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসের এর সহধর্মিনী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী বেগম রিজিয়া নাসের (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)। সোমবার রাত ৯টায় রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্তসহ বার্ধক্যজনিত রোগে অসুস্থ হয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তিনি ৫ পুত্র, ২ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।
বেগম রিজিয়া নাসের এর নামাজে জানাজা মঙ্গলবার জোহর বাদ বনানী কবরস্থান সংলগ্ন মসজিদে অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে। মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন দক্ষিণাঞ্চল প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রয়াত বেগম রিজিয়া নাসের এর ৫ ছেলে মধ্যে বড় ছেলে শেখ হেলাল উদ্দিন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য। মেঝ ছেলে সেখ সালাহউদ্দিন জুয়েল খুলনা-২ আসনের সংসদ সদস্য। সেঝ ছেলে শেখ সোহেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য। ছোট দুই ছেলে শেখ জালাল উদ্দিন রুবেল ও শেখ বেলাল উদ্দিন বাবু সরাসরি রাজনীতির পদ-পদবীতে না থাকলেও রয়েছেন নেপথ্যে। দুই মেয়ে শেখ তাহমিনা মিনা, শেখ লুনা গৃহিনী। তার নাতী শেখ সারহান নাসের তন্ময় বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য।
শহীদ শেখ আবু নাসের এর সহধর্মিনী বেগম রিজিয়া নাসের স্বামীর রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে অনুপ্রেরণা যুগিয়েছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। ওইদিন শেখ আবু নাসেরও খুন হন। ইতিহাসের এই নির্মম হত্যাকাণ্ডের পর প্রতিকূল পরিবেশে তিনি ৫ ছেলে ও ২ মেয়েকে আগলে রেখেছেন। বঙ্গবন্ধুর আর্দশে সন্তানদের বড় করে বাংলাদেশের রাজনীতিতে অংশীদার করেছেন। তার ৫ ছেলের মধ্যে ২ জন জাতীয় সংসদের সদস্য, এক নাতীও সংসদ সদস্য। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিভাবক হিসেবে সর্বদা সাহস, অনুপ্রেরণা যুগিয়েছেন।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।
অনুরূপ শোক প্রকাশ করেছেন মহানগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ ও যুগ্ম আহ্বায়ক এবং মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজনসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *