প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে মানুষের জীবনযাত্রা আজ অনেক উন্নত
‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক সেমিনার
তথ্য বিবরণী
‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ বিষয়ক সেমিনার গতকাল বুধবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। বিপিএটিসি’র কোর কোর্সসমূহের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র ঢাকা এবং খুলনা জেলা প্রশাসন যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া বলেন, দক্ষ এবং যোগ্য মানবসম্পদ উন্নয়নের মধ্য দিয়ে বাংলাদেশ সমৃদ্ধির অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর যোগ্য নেতৃত্বের কারণে মানুষের জীবনযাত্রা আজ অনেক উন্নত। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মধ্য দিয়ে গ্রামগুলো শহরে রূপ নেবে। মোংলা সমুদ্রবন্দর, পদ্মাসেতু, নির্মিতব্য খানজাহান আলী বিমান বন্দর এবং সুন্দরবনের অবস্থানের কারণে অবহেলিত দক্ষিণাঞ্চল আজ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। সকলের সহযোগিতা পেলে বাংলাদেশ অচিরেই সমৃদ্ধ হয়ে উঠবে।
বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) এর এমডিএস সৈয়দ মিজানুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এবং কেএমপির উপপুলিশ কমিশনার মোঃ এহসান শাহ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন (বিপিএটিসি)’র এমডিএস ড. মোঃ সানোয়ার জাহান ভূঁইয়া। স্বাগত জানান বিপিএটিসির পরিচালক মোঃ মসিউর রহমান। সেমিনারে খুলনার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।