প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুবি উপাচার্যের অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান উইমেন (আইএসএডবিউ) কর্তৃক লাইফ টাইম কন্ট্রিবিউশন ফর উইমেন অ্যাম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। নারীর ক্ষমতায়নে অসামান্য অবদান এবং দক্ষিণ এশীয় অঞ্চলে নেতৃত্বের জন্য তিনি এ পদক অর্জন করেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান লাইফ টাইম কন্ট্রিবিউশন ফর উইমেন অ্যাম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড পাওয়ায় প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, তাঁর বলিষ্ঠ নেতৃত্ব, প্রজ্ঞা এবং অসামান্য অবদানের কারণে দেশে নারী সমাজ শিক্ষাসহ সকল ক্ষেত্রে অংশগ্রহণমূলক অবস্থানে উঠে আসতে সক্ষম হয়েছে। যার ফলে নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় দেশ আজ দ্রæত এগিয়ে যাচ্ছে। কেবল বাংলাদেশেই নয় তিনি আজ বিশ্ব নেতা হিসেবে সমগ্র বিশ্বে নারী সমাজের ভাগ্য উন্নয়নসহ সকল ক্ষেত্রে অগ্রগতি ও মুক্তি অর্জনে বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছেন। তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করেন।