প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নতুন মন্ত্রিদের খুবি ভিসির অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়লাভের পর নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নিয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার সদস্যবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন প্রধানমন্ত্রীর মেধা, প্রজ্ঞা, বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে নতুন সরকার উন্নয়ন ও সমৃদ্ধির পথে নতুন যে অভিযাত্রা শুরু হলো তার মাধ্যমে এদেশের সাধারণ মানুষের ভাগ্যের দ্রুত উন্নয়ন ঘটবে এবং দেশ ও জাতি বিশ্বের দরবারে আরও মর্যাদার আসনে সমাসীন হবে। তিনি প্রধানমন্ত্রীর সার্বিক মঙ্গল কামনা করেন।
অপর এক অভিনন্দন বার্তায় বৃহত্তর খুলনা থেকে বেগম মুন্নুজান সুফিয়ান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বেগম হাবিবুন নাহার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় উপাচার্য তাঁদেরকেও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তাদের নেতৃত্বে খুলনাসহ এতদাঞ্চলের উন্নয়ন তরান্বিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।