প্রধানমন্ত্রী দেশে উন্নয়নের অগ্রযাত্রা সৃষ্টি করেছেন : সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার মন্ত্রে ঘুমন্ত জাতিকে জাগিয়ে তোলেন। পাকিস্তানী শাষক গোষ্ঠীর শোষণ বঞ্চনার বিরুদ্ধে মুক্তিকামী মানুষকে উজ্জীবিত করেন। বাংলার মুক্তিকামী মানুষ তার নেতৃত্বে যুদ্ধে ঝাপিয়ে পড়ে স্বাধীনতার লাল সূর্য্য ছিনিয়ে আনে। তাঁরই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে দেশে উন্নয়নের অগ্রযাত্রা সৃষ্টি করেছেন। পাশাপাশি তিনি দেশে ইসলামী তাহজীব তমুদ্দিনের বিকাশেও কাজ করছেন। তারই ঐকান্তিক প্রচেষ্টায় প্রতি জেলা ও উপজেলায় মসজিদ কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে।
সিটি মেয়র গতকাল রবিবার বিকেলে নগরীর বসুপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ইকরা ফোরকানিয়া হাফেজিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিং এ দোয়া মাহফিলের আয়োজন করে।
প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব খান মোহাম্মদ আহসান উল্লাহ’র সভাপতিত্বে দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, কেসিসি’র প্যানেল মেয়র আলী আকবর টিপু ও বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুস সামাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শেখ আফজালুর রহমান। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদরাসার ছাত্র ও ওলামায়ে ক্বেরামগণ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
এর আগে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীর খালিশপুরস্থ ইউনাইটেড কিডস স্কুলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম সানাউল্লাহ নান্নু’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র কাউন্সিলর এমডি মাহফুজুর রহমান লিটন ও ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক শিক্ষকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।