January 22, 2025
আঞ্চলিক

প্রধানমন্ত্রী কর্তৃক পাইকগাছায় ২টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র উদ্বোধন

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও দুর্যোগ সহনীয় বাসগৃহ উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। রোববার সকালে হরিঢালী-কপিলমুনি মহিলা কলেজ বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র মিলনায়তনে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হয়।

এ সময় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ন্যায় ডিজিটাল পদ্ধতিতে দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ মন্ত্রাণালয় কর্তৃক অত্র উপজেলায় নির্মিত ২টি বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র ও ২৩টি দুর্যোগ সহনীয় বাসগৃহ উদ্বোধন করেন। পরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত এক র‌্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে “নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস।

বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, আবু জাফর সিদ্দিকী রাজু, অধ্যক্ষ শেখ মেজবাহ উদ্দীন, উপাধ্যক্ষ তোরাব আলী, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, উপ-সহকারী প্রকৌশলী সাইফুর রহমান, মীর লিয়াকত আলী, দুলাল চন্দ্র ঘোষ, প্রভাষক জীবেশ রায়, আসলাম হোসেন, ইউপি সদস্য কুমারেশ দে, রাজিব গোলদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আলফাতারা কাজল ও সাংবাদিক তপন পাল। আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *