December 27, 2024
আঞ্চলিক

প্রধানমন্ত্রীসহ মন্ত্রী ও এমপিদের খুলনা উন্নয়ন কমিটির অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি
প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারসহ সকল মন্ত্রী ও নির্বাচিত খুলনা-২ আসনের সাংসদ সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা-১ পঞ্চানন বিশ্বাস, খুলনা-৪ আব্দুস সালাম মুর্শেদী, খুলনা-৫ নারায়ণ চন্দ্র চন্দ, খুলনা-৬ মোঃ আখতারুজ্জামান বাবু-সহ সকল সাংসদকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমš^য় কমিটির নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন ৪র্থ বারের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার নেতৃত্বে খুলনাসহ দেশের সার্বিক উন্নয়ন, জঙ্গী-মাদক দমন ও দুর্নীতি প্রতিরোধে কার্যকর ভুমিকার রাখবে এবং দেশ মুক্তিযুদ্ধের চেতনায় চলমান উন্নয়নকে বেগবান করবে। বিবৃতিদাতারা হলেন সভাপতি আলহাজ্ব লোকমান হাকিম, মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন, সাবেক সভাপতি এস এম শাহনওয়াজ আলী, সাবেক মহাসচিব এড. কুদরত-ই-খুদা, সহ-সভাপতি খালিদ হোসেন, কবি রুহুল আমিন সিদ্দিকী, এ্যাড. অলোকা-নন্দা-দাস, মোঃ মোজাম্মেল হক, শওকাত হোসেন, অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ, অরবিন্দ সাহা, কোষাধ্যক্ষ আলহাজ্ব মহিউদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব মহেন্দ্র নাথ সেন, শেখ আব্দুল হালিম, আলহাজ্ব শেখ মোঃ আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক এ্যাড. মামুনুর রশিদ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এস এম সেলিম বুলবুল, প্রচার সম্পাদক শেখ আইনুল হক, শিল্প ও বন্দর সম্পাদক সরদার মোশাররফ হোসেন, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন বাবলু, এ জলিল, হাফিজুর রহমান তারেক, নাজমুল তারেক তুষার প্রমুখ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *