December 21, 2024
জাতীয়

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক নিয়োগ পেলেন অধ্যাপক এবিএম আব্দুল­াহ

দক্ষিণাঞ্চল ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিয়োগ পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান ও অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ।

একুশে পদকপ্রাপ্ত এই চিকিৎসককে সচিব পদমর্যাদায় চুক্তিতে নিয়োগ দিয়ে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে তিনি এই পদে বহাল থাকবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

দেশের চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণায়সহ সামগ্রিক চিকিৎসা পেশার উন্নয়ন, মর্যাদা বৃদ্ধি ও সুনাম অক্ষতুœ রাখতে এ বি এম আব্দুল্লাহ’র অসামাণ্য অবদান রয়েছে। প্রখ্যাত এই চিকিৎসক গত বছরের ২৮ ডিসেম্বর বিএসএমএমইউ থেকে অবসরে যান।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *