December 26, 2024
জাতীয়

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ফেরদৌস ও ফরহাদ

দক্ষিণাঞ্চল ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ফেরদৌস আহমেদ খান ও শাহ আলী ফরহাদ। গতকাল বুধবার উপ-সচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। প্রজ্ঞাপন অনুযায়ী ফেরদৌস আহমেদ খান সচিব এবং শাহ আলী ফরহাদ উপ-সচিবের মর্যাদা পাবেন।
ফেরদৌস আহমেদ খান সরকারের সচিবের পদমর্যাদা ও বেতনে এবং ব্যারিস্টার শাহ ফরহাদ আলীকে উপ-সচিব পদমর্যাদায় গ্রেড-৫ ভুক্ত ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা স্কেলের প্রারম্ভিক ধাপ ৪৩ হাজার টাকা বেতনে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, এ নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। গত ৭ জানুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) তাদের নিয়োগ দেওয়া হয়েছে বলেও আদেশে বলা হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *